নিজস্ব প্রতিবেদক
সাময়িকী.কম
ছবি : রফিকুল ইসলাম সাগর/ সাময়িকী.কম

ঢাকা : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ডাকা অনির্দিষ্টকালের অবরোধের প্রথম দিন মঙ্গলবার (০৬ জানুয়ারি) রাজধানীর মহাখালীতে ১৪ নম্বর বাসে আগুন ধরানো হয়।

সন্ধ্যা ৬টার দিকে মহাখালীর আমতলী মোড়ে রাজস্থান হোটেলের সামনে বনানী-মিরপুর রুটে চলাচলকারী একটি মিনি বাস পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। 

খবর পেয়ে ফায়ার তেঁজগাও স্টেশনের দুটি ইউনিট ছুটে গিয়ে আগুন নেভায়। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ আহত হয়নি। 
ছবি : রফিকুল ইসলাম সাগর/ সাময়িকী.কম

খালেদা জিয়ার লাগাতার অবরোধ ডাকার পর মঙ্গলবার বিকাল পর্যন্ত ঢাকায় চারটি গাড়ি পোড়ানো হয়। সন্ধ্যায় গুলিস্থান-মহাখালীতে মিলে দুটি নিয়ে মোট ছয়টি গাড়িতে আগুন দেওয়া হল। এসব আগুন কারা দিয়েছে, তা জানা যায়নি। এতে কারো হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

অবরোধের মধ্যে মঙ্গলবার সকাল থেকে রাজধানীতে গাড়ি চলাচল করছিল। দুপুর থেকে ঘটতে শুরু করে পোড়ানোর ঘটনাগুলো।
এদিকে অবরোধের প্রথম দিনে সন্ধ্যার পর রাজধানীতে নিরাপত্তা জোরদারে আবার বিজিবি নেমেছে।

বিকাল ৪টার দিকে শাহবাগ মোড়ে গুলিস্তান-মিরপুর রুটের শিখর পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয় বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. আলী জানান। এর আগে মতিঝিলে রাজউক ভবনের সামনে একটি বাস ও একটি প্রাইভেটকারে আগুন দেয় দুর্বৃত্তরা।

৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্ততে পূর্ব ঘোষিত ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সোমবার বিকালে সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেন খালেদা জিয়া।
বিভাগ:

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.