ঈপ্সিতা চৌধুরী
সাময়িকী.কম
সাময়িকী.কম
কান!
কান টানলে মাথা আসে
ফাইল টানলে ঘুষ
প্রেম টানলে প্রেমিক/ প্রেমিকার
থাকে না কোন হুশ!
পাগল!
পাগলে পাগল চিনে
আবুলে আবুল
এত কথা বাদ দিয়ে
তুমি বলো কবুল!
দুর্নীতি !
মুখে ফোটে নীতি কথা
স্কাইপেতে দল প্রীতি
পদ্মা সেতুতে হয়েছে ভাই
সর্বকালের দুর্নীতি !
সন্ত্রাস!
মারামারি কোপাকুপিতে
চলছে কত রাজনীতি
এ দল সে দলের নয়
সন্ত্রাস-ই তাদের একমাত্র নীতি!