রফিকুল ইসলাম সাগর 
সাময়িকী.কম


সুখ-দুঃখ সব কিছু মিলিয়ে বছর ঘুরে বছর আসে। আমাদের চাওয়া-পাওয়ার কোনো শেষ নেই। একটি স্বপ্ন পূরণ হলে আবার নতুন করে নতুন কিছু পাওয়ার স্বপ্ন দেখি। পাওয়া না পাওয়া নিয়েই আমাদের জীবন। নতুন বছরের আগমন আমাদের আশা যোগায়, বিগত বছরের ব্যর্থতা ভুলে আবার নতুন করে চেষ্টার পথ দেখায়। অপূর্ণ স্বপ্ন গুলো পূরণের নেশা জাগে আমাদের শরীরে।  

বাংলাদেশে বিগত বছরে যেসব ভয়াবহ ঘটনা ঘটেছে, তাতে অত্যন্ত আশাবাদী মানুষের পক্ষেও দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়া কঠিন। সমস্যা সব দেশেই আছে। কোথাও কম কোথাও বেশি। দৈনন্দিক জীবনে পরিবারের সদস্যদের সাথে, বন্ধু-বান্ধব, আত্বীয়-স্বজনের সাথে আমাদের নানান সমস্যার সৃষ্টি হয়। মান-অভিমান হয় আবার ঠিক হয়ে যায়। স্বপ্ন দেখি ঠিক তেমনি ভাবে আমাদের দেশের সব সমস্যা একদিন ঠিক হয়ে যাবে। নতুন বছরে দেশের রাজনীতিতে যে সংকট চলছে তার সমাধান কামনা করি। চলে যাওয়া বছরে আমাদের মনের গভীরে যে বিষাদ, দুঃখ, ক্লান্তি তৈরি হয়েছিল সেগুলো মন থেকে মুছে ফেলি আর ভালোলাগাগুলোকে আলিঙ্গন করি। ক্ষুধার্থের জন্য অন্ন, আশ্রয়হীনদের জন্য বাসস্থান, অভাবগ্রস্তদের জন্য সহযোগিতা, শিশুর জন্য বাসযোগ্য বসুন্ধরা, বৃদ্ধদের জন্য মানবিক মনোভাব-এই হোক আমাদের নববর্ষের প্রতিজ্ঞা
বিভাগ:

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.