রফিকুল ইসলাম সাগর
সাময়িকী.কম
ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন ২০১৫
ঢাকা : ২০ ওয়ার্ডের মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান ও মন্দিরে সরকারী অনুদান প্রদানে আগ্রহী ভূমিকা পালন, আমতলী জলখাবারের বিপরীতে বনানী ২নং সড়কের মাঠকে ঈদগাহ মাঠে রূপান্তরিত করা সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ডের সাথে জড়িত ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ২০নং ওয়ার্ডের সর্বজন সমর্থিত কাউন্সিলর পদপার্থী সাইফুল ইসলাম পিটু। তার প্রতীক লাটিম।
সাময়িকী.কম
ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন ২০১৫
এলাকায় তার নিজস্ব উদ্দ্যেগে এবং তার পৃষ্ঠপোষকতায় অসংখ্য উন্নয়নমূলক কাজ সম্পাদিত হয়েছে। তার মধ্যে-
মহাখালী পুকুরপার ও দক্ষিন পাড়ার সংযোগ সড়ক ৩ফুট সংকীর্ণ রাস্তাকে ১৫ফুট চওড়া রাস্তায় রূপান্তর করা হয়েছে। টি এন্ড টি বালিকা বিদ্যালয়ের পুরোনো স্থাপনা পুন:নির্মান করা হয়েছে। আই পি এইচ হাই স্কুল এন্ড কলেজে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। ওয়ার্ডকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে আগ্রহী ভূমিকা পালন করেছে।
সাইফুল ইসলাম পিটু তার নির্বাচনী প্রচার লিফলেটে এসব কথা উল্লেখ করেছেন।
তিনি বলেন, সামাজিক অবক্ষয় রোধে সবসময় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ। ভোট আপনার আমানত যার সঠিক প্রয়োগের মাধ্যমে আপনি ভবিষ্যতে নেতৃত্বের অংশীদারিত্ব পাবেন এবং নির্বাচিত ব্যক্তির কর্মফলে আপনি উপকৃত হবেন।