সাময়িকী.কম
অভিষেক ম্যাচে ৫ উইকেট নিয়ে চমক দেখালেন মোস্তাফিজুর রহমান। 
বৃহস্পতিবার (১৮ জুন) মিরপুরে ভারতের বিরুদ্ধে ম্যাচে তিনি ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে একটা দুর্দান্ত জয় এনে দিলেন। তার শিকার হয়ে বিদায় নেন রোহিত শর্মা (৬৩), আজিঙ্কা রাহানে (৯), সুরেশ রায়না (৪০), আশ্বিন (০), জাদেজা (৩২)।

মুস্তাফিজের বোলিং তোপে পড়ে ধোনির ভারত ২২৮ রানে গুটিয়ে গেল। প্রথম ওয়ানডেতে ৭৯ রানে বাংলাদেশের জয়। এ জয়ের ফলে ৠাংকিংয়েও এগিয়ে গেল টাইগার বাহিনী। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে লিড নিল মাশরাফি বাহিনী।

সর্বশেষ পাকিস্তান সিরিজে একমাত্র টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে অভিষেক হয়েছিলো মুস্তাফিজের। ঐ ম্যাচে বল হাতে নিজের দক্ষতা দেখিয়েছেন তিনি। ৪ ওভার বল করে ২০ রানে ২ উইকেট শিকার করেছিলেন। তার রেশ ধরে ৫০ ওভারের ম্যাচেও অভিষেক ঘটলো ১৯ বছর বয়সী মুস্তাফিজুরের।
ঘরোয়া আসরে মাত্র দশটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন বাঁ-হাতি বোলার মুস্তাফিজুর। ১৮ ইনিংসে ২৮ উইকেট শিকার করেছেন তিনি।
বিভাগ:

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.