সাময়িকী.কম
হিরের চোখ ধাঁধানো আলো আর প্ল্যাটিনামের বহুমূল্য আভায় অনেক দিন আগেই ধরা দিয়েছিল বিকিনির মসৃণতা। সেই হিরে-জহরতের ইতিহাস পেরিয়ে এ বার ফ্যাশন-দুনিয়া মাতাতে চলেছে সোনার বিকিনি। সম্প্রতি চিনের শাংসি প্রদেশের তাই-ইউয়ানে একটি গয়নার দোকানের বর্ষপূর্তি উৎসবে আত্মপ্রকাশ করল এই বিকিনি। কারিগরের হাতে তৈরি এই বিকিনির ওজন সাকুল্যে ৪ কিলোগ্রাম। মূল্য ৬৪৪,৪০০ মার্কিন ডলার। সেই সোনার বিকিনি-বাহারের কয়েক ঝলক। সূত্র : আনন্দবাজার পত্রিকা
ছবি : গেটি ইমেজেস।
হিরের চোখ ধাঁধানো আলো আর প্ল্যাটিনামের বহুমূল্য আভায় অনেক দিন আগেই ধরা দিয়েছিল বিকিনির মসৃণতা। সেই হিরে-জহরতের ইতিহাস পেরিয়ে এ বার ফ্যাশন-দুনিয়া মাতাতে চলেছে সোনার বিকিনি। সম্প্রতি চিনের শাংসি প্রদেশের তাই-ইউয়ানে একটি গয়নার দোকানের বর্ষপূর্তি উৎসবে আত্মপ্রকাশ করল এই বিকিনি। কারিগরের হাতে তৈরি এই বিকিনির ওজন সাকুল্যে ৪ কিলোগ্রাম। মূল্য ৬৪৪,৪০০ মার্কিন ডলার। সেই সোনার বিকিনি-বাহারের কয়েক ঝলক। সূত্র : আনন্দবাজার পত্রিকা
ছবি : গেটি ইমেজেস।