সাময়িকী.কম

'আওয়ার এন্ডলেস নাম্বারড ডেইস' উপন্যাসের জন্য ২০১৫ সালের ডেসমন্ড এলিয়ট পুরস্কার পেলেন ক্লেয়ার ফুলার। এটি তাঁর প্রথম উপন্যাস। ১৯৭০-এর দশকে ব্রিটেনের সারভাইভালিস্ট আন্দোলনের ওপর রচিত হয়েছে এ উপন্যাস। উপন্যাসটির কাহিনীর কেন্দ্রে রয়েছে পেগি নামের একটি মেয়ে। তাদের লন্ডনের বাড়ি থেকে তার বাবা যখন জঙ্গলের মধ্যে এক কুঁড়ে ঘরে নিয়ে যায় তাকে, তখন তার বয়স আট বছর। পরে বাবা তাকে জানায়, পৃথিবীর সব মানুষ মারা গেছে। গভীর জঙ্গলে বাবা-মেয়ে নিজেদের মতো থাকতে শুরু করে; কুঁড়ে ঘর মেরামত করে, নদীর জলে স্নান করে, শিকার করে খাবার জোগায় এবং বৈরী আবহাওয়ায় অভুক্তও থাকে কখনো। সংক্ষিপ্ত তালিকায় তাঁর সঙ্গে ছিলেন এমা হিলি, তাঁর উপন্যাসের নাম 'এলিজাবেথ ইজ মিসিং'; আরো ছিলেন ক্যারিস ব্রে, তাঁর উপন্যাস হলো 'আ সং ফর ইসি ব্র্যাডলি'। এ উপন্যাস সম্পর্কে বিচারকদের প্রধান লুই ডাফটি বলেন, 'আওয়ার এন্ডলেস নাম্বারড ডেইস' পাঠকমনে আপাত দাগা দিলেও গুণের দিক থেকে সূক্ষ্ম, চমৎকার ও মেধাবী। 
বিভাগ:

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.