সাময়িকী.কম
'কাপড় খুললেই নায়লা নাঈম হওয়া যায় না' বলে মন্তব্য করেছেন সময়ের আলোচিত এই মডেল। সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুকে পেজে এক স্ট্যাটাসে নায়লা এ কথা লিখেন।
তিনি লিখেছেন, যদি কাপড় খুললেই নায়লা নাঈম হওয়া যেত তাহলে এতদিনে নায়লা নাঈমের সানি লিওন হয়ে যাবার কথা।
যারা এসব মন্তব্য করেন তাদের উদ্দেশে নায়লা নাঈম কালের কণ্ঠকে বলেন, ''এখন অনেকেই আমাকে ফলো করতে চায় বা ফলো করে। আমাকে তারা কি ফলো করে? শুধু কাপড় খুলে ক্যামেরার সামনে দাঁড়ালেই হয় না। কাজ জানতে হয়।''
তিনি বলেন, ''আজকের এই নায়লা নাঈম হতে আমাকে পাঁচ বছর কঠোর পরিশ্রম করতে হয়েছে। একজন আদর্শ মডেলের ব্যাকরণ জানতে হবে। শুধু কাপড় খুললেই হবে না। এভাবে মডেল হওয়া যায় না। কাজ না জানলে অল্প সময়েই মুখ থুবড়ে পড়তে হবে।'' কালের কণ্ঠ
'কাপড় খুললেই নায়লা নাঈম হওয়া যায় না' বলে মন্তব্য করেছেন সময়ের আলোচিত এই মডেল। সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুকে পেজে এক স্ট্যাটাসে নায়লা এ কথা লিখেন।
তিনি লিখেছেন, যদি কাপড় খুললেই নায়লা নাঈম হওয়া যেত তাহলে এতদিনে নায়লা নাঈমের সানি লিওন হয়ে যাবার কথা।
যারা এসব মন্তব্য করেন তাদের উদ্দেশে নায়লা নাঈম কালের কণ্ঠকে বলেন, ''এখন অনেকেই আমাকে ফলো করতে চায় বা ফলো করে। আমাকে তারা কি ফলো করে? শুধু কাপড় খুলে ক্যামেরার সামনে দাঁড়ালেই হয় না। কাজ জানতে হয়।''
তিনি বলেন, ''আজকের এই নায়লা নাঈম হতে আমাকে পাঁচ বছর কঠোর পরিশ্রম করতে হয়েছে। একজন আদর্শ মডেলের ব্যাকরণ জানতে হবে। শুধু কাপড় খুললেই হবে না। এভাবে মডেল হওয়া যায় না। কাজ না জানলে অল্প সময়েই মুখ থুবড়ে পড়তে হবে।'' কালের কণ্ঠ