সাময়িকী.কম
ফরাসি কর্তৃপক্ষ অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞদের সহায়তায় টুকরোটি পরীক্ষা করে দেখছে

ভারত মহাসাগরে ফরাসি একটি দ্বীপ ‘রিইউনিয়নে’ একটি বিমানের ধ্বংসাবশেষ পাওয়ার পর, সেটি নিখোঁজ মালয়েশিয়ান বিমানের অংশ কিনা, তা পরীক্ষার কাজ চলছে।
ওই টুকরোটি সাগরের স্রোতে ভেসে এসেছে।
মালয়েশিয়ার একটি টিম পরীক্ষা করে দেখতে এখন রিইউনিয়নের পথে রয়েছে।
দ্বীপটির ফরাসি কর্তৃপক্ষ অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞদের সহায়তায় টুকরোটি পরীক্ষা করে দেখছে।
বিমান বিশেষজ্ঞরা বলছেন, ওই টুকরোটি একটি বোয়িং ৭৭৭ এর ডানার অংশ বলে মনে হচ্ছে।
এপ্রিলে কর্মকর্তারা জানিয়েছিলেন, অনুসন্ধানে কিছু পাওয়া না গেলে তল্লাশি এলাকা আরো বাড়ানো হবে

গত বছরের মার্চে ২৩৯ জন যাত্রী ও ক্রু নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাবার পথে এমএইচ৩৭০ নামের বোয়িং ৭৭৭ বিমানটি নিখোঁজ হয়ে যায়।
এর পর ভারত মহাসাগরের কয়েক হাজার কিলোমিটার এলাকাজুড়ে অনুসন্ধান চালানো হলেও, বিমানটির সন্ধান পাওয়া যায়নি। এপ্রিলে কর্মকর্তারা জানিয়েছিলেন, অনুসন্ধানে কিছু পাওয়া না গেলে তল্লাশি এলাকা আরো বাড়ানো হবে।
নিখোঁজ ক্রুদের একজনের স্ত্রী, জ্যাকুইতা গনজালেস বিবিসিকে টেলিফোনে বলেন, টুকরোটি ওই বিমানের অংশ হলে, আমি আমার স্বামীর পরিণতির বিষয়ে একটি সিদ্ধান্তে আসতে পারবো এবং তাকে অন্তিত বিদায় জানাবো। আমার মন অবশ্য বলছে, ‘না,না’, কারণ সেখানে এখনো আশা আছে। সূত্র : বিবিসি।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.