সাময়িকী.কম

ঢাকা-কাঠমান্ডু বাস সার্ভিস চালুর বিষয়ে একমত হয়েছেন দুই দেশের পরিবহণমন্ত্রী। রবিবার (২ আগস্ট) কাঠমান্ডুতে দেশটির ভৌত অবকাঠামো ও পরিবহণ মন্ত্রণালয়ে দুই দেশের মন্ত্রীদের বৈঠকে এ সমঝোতা হয়।
নেপাল সফররত বাংলাদেশের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং নেপালের ভৌত অবকাঠামো ও পরিবহণমন্ত্রী বিমলেন্দু নিধি প্রায় ঘন্টাব্যাপী বৈঠক করেন। এ সময় কাঠমান্ডুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস্ উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে স্বাক্ষরিত মোটর ভেহিকল এগ্রিমেন্ট আগামী জানুয়ারিতে কার্যকর করার বিষয়ে আলোচনা হয়। এ সময় দুই মন্ত্রী ডিসেম্বরের মধ্যে সব পক্ষকে নিয়ে চুক্তি বাস্তবায়নের প্রস্তুতি শেষ করবেন বলে জানান।
নেপালের ভৌত অবকাঠামো ও পরিবহণমন্ত্রী সে দেশে সাম্প্রতিক ভূমিকম্পের পরপরই ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে আসায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি

বিভাগ:

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.