বিশ্ব সাহিত্য
এবারের তালিকায় রয়েছেন ১৩ জন লেখক। যুক্তরাজ্যের তিনজন, যুক্তরাষ্ট্রের পাঁচজন ও আয়ারল্যান্ড, জ্যামাইকা, নাইজেরিয়া, ভারত ও নিউজিল্যান্ড থেকে একজন করে। যুক্তরাজ্যের টম ম্যাককার্থির উপন্যাস 'সাটিন আইল্যান্ড', এন্ড্রু ও'হাগানের উপন্যাস 'দি ইলুমিনেশনস' ও সঞ্জীব সাহোতার উপন্যাস 'দ্য ইয়ার অব দ্য রানঅ্যাওয়েস'।
যুক্তরাষ্ট্রের বিল ক্লেগের উপন্যাসের 'ডিড ইউ এভার হ্যাভ অ্যা ফ্যামিলি', লায়লা লেলামির উপন্যাস 'দ্য মুরস অ্যাকাউন্ট', মেরিলিন রবিনসনের উপন্যাস 'লায়লা', অ্যান টেলারের উপন্যাস 'আ স্পুল অব ব্লু থ্রেড' ও হানিয়া ইয়ানাগিহারার উপন্যাস 'আ লিটল লাইফ'। আইরিশ লেখক অ্যান এনরাইটও তালিকায় আছেন 'দ্য গ্রিন রোড' উপন্যাস নিয়ে। জ্যামাইকার লেখক মারলন জেমস আছেন তাঁর তৃতীয় উপন্যাস 'আ ব্রিফ হিস্ট্রি অব সেভেন কিলিংস' নিয়ে।
দীর্ঘ তালিকার আরেক লেখক হলেন নাইজেরিয়ার চিগোজি ওবিওমা। তাঁর উপন্যাসের নাম 'দ্য ফিসারমেন'। ভারতীয় অনুরাধা রায়ের উপন্যাস 'স্লিপিং অন জুপিটার' এবং নিউজিল্যান্ডের আনা স্মাইলের উপন্যাস 'দ্য চাইমস'।