সাময়িকী.কম

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত শিশু নির্যাতনের ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। একই সঙ্গে এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ড বিগবেন্ডার এ উদ্বেগের কথা জানান। সম্প্রতি দেশের কয়েকটি জেলায় পৃথক ঘটনায় তিন শিশুকে নির্যাতনের পর হত্যা করা হয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে এ বিবৃতি দিল ইউনিসেফ।
বিবৃতিতে বলা হয়, এটি শিশু অধিকারের চরম লংঘন এবং যেসব ঘটনা পুরো দেশকে নাড়া দিয়েছে সেসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে ইউনিসেফ।
বিগবেন্ডার বলেন, ইউনিসেফ বিশ্বাস করে বাংলাদেশ সরকার দোষীদের শাস্তির আওতায় আনতে সবকিছুই করবে, যাতে করে পরবর্তীতে এই ধরনের ঘৃণ্য অপরাধের পুনরাবৃত্তি আর না ঘটে।’
বিজ্ঞপ্তিতে শিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনাগুলো যথাযথভাবে তুলে ধরায় দেশের গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন ইউনিসেফ বাংলাদেশ।
বিভাগ:

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.