বিশ্ব সাহিত্য

সাময়িকী.কম : অনুষ্ঠিত হলো বিয়ন্ড বর্ডারস আন্তর্জাতিক সাহিত্য ও মনন মেলা। ২২ ও ২৩ আগস্ট স্কটল্যান্ডের ইনারলেইদেনের ট্রাকোয়ার হাউসে এ মেলা অনুষ্ঠিত হয়।
প্রিয় লেখকের দেখা পাওয়া, বিতর্ক উপভোগ করা, উৎসবের পরিবেশে ট্রাকোয়ার হাউসের ভেতর দিয়ে হেঁটে বেড়ানো, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী, কূটনীতিক, লেখকদের সঙ্গে আড্ডা দেওয়া, অতি সাম্প্রতিক কোনো বিষয় নিয়ে তাঁদের সঙ্গে আলাপে মেতে ওঠা-এ সবই ছিল এই উৎসবে। বইয়ের স্টল থেকে ইচ্ছামতো বাছাই করা বইও কেনার সুযোগ ছিল। আরো সুযোগ ছিল অতিথি লেখক-কবিদের সঙ্গে দেখা করার। ২০১৫ সালের এ উৎসবের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মার্ক মুলার স্টুয়ার্ট কিউসি। এ বছরের বক্তারা ছিলেন নিকোলা স্টারজিওন, রুথ ডেভিডসন, অ্যালেক্স সালমন্ডসহ বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও কূটনীতিক এবং জানিন ডি গ্লোভানি, অ্যালান লিটল, জিম নটি ও উইলিয়াম ডালরিমপলের মতো বোদ্ধা ব্যক্তিত্ব। উল্লেখ্য, এ মনন মেলার প্রথম আসর বসেছিল ২০১০ সালে।
বিভাগ:

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.