সাময়িকী.কম
মানবতা,
তুমি আজ বিবস্ত্র কেন
কেন তুমি আজ এত অকিঞ্চণ?
তুমি বিহনে এ ধরায় ধরে যাচ্ছে ধ্বংসযজ্ঞ।
মানবতা,
তুমি মহাদেবী,
তোমাকে আজ সভ্যতার শিখরে চাই,
তোমার অন্তর্ধানে এ বসুধা হয়ে যাচ্ছে ছাই।
তোমার দেহে আমরা মানবরা শাড়ি হতে চাই,
তুমি বিহনে এ ধরায় নেই আমাদের ঠাঁই,
তোমার চরণে আমরা নুপুরের মত ধ্বনি সৃষ্টি করতে চাই।
মানবতা,
তুমি যদি আস ফিরে
তবে আমরা থাকব সুখের নীড়ে,
এ ধরায় থাকবেনা কোন হানাহানি
এ ধরা হবে সাম্যের পূজারী।