ইমরুল হাসান সাদ্দাম
সাময়িকী.কম

আকাশ ছোয়ার স্বপ্ন ছিলো
সে তো অনেক দূর
স্বপ্নের গানে মিলে নাকো
বাস্তবতার সুর।

স্বপ্নে আমি উড়ে বেড়াই
নীল পরীদের দেশে
বাস্তবতায় কেদে মরি
দুঃখের ভেলায় ভেসে।

সুখে আমায় হাতছানি দেয়
দুঃখ পিছুটানে
স্বপ্নগুলো ভেসে গেলো
কষ্ট নামক বানে।

রঙ বেরঙের স্বপ্নগুলো
আর কখোনো দেখবনা
দুঃখ পেয়ে কাদবো তবু
সুখের পিছু ছুটবোনা।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.