সাময়িকী.কম
ফিল্ম দুনিয়াতে এতদিন অনেক স্টারের সন্তানরাই চলে এসেছেন। শেষ এলেন আদিত্য পাঞ্চোলীর ছেলে সুরজ পাঞ্চোলী। ও সুনীল শেঠীর মেয়ে আথিয়া শেঠী। পাইপ লাইনে রয়েছেন সোনম কাপুরের ভাই হর্ষবর্ধন কাপুর।
এবার দক্ষিনী সিনেমায় পর্দাপণ করছেন শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে জাহ্নবী কাপুর। খুব শীগগীরই মিরজিয়া মুভিতে তার ডেব্যু হতে চলছে।
বেশ কয়েক বছর আগেই ফিল্মে অভিনয়ের ইচ্ছা ব্যক্ত করেছিলেন জাহ্নবী। বিভিন্ন অুনষ্ঠান পার্টিতে নিজেকে স্টাইলিশ হিসেবেও প্রকাশ করতে পেরেছেন ইতিমধ্যে।
এবার শোনা যাচ্ছে তিনি ফিল্মে আসছেন। এসএস রাজামৌলির বাবা কেভি বিজয়েন্দ্র প্রসাদ তার নতুন ফিল্মে তাকে কানমানি ফেমের স্টার ডালকুয়ের সালমানের বিপরীতে জাহ্নবী কাপুরকে কাস্ট করবেন বলে ঠিক করেছেন।
শ্রিদেবী কন্যাও এই প্রস্তাব গ্রহণ করেছেন বলে জানা গেছে। সব ঠিক থাকলে মালায়লম, তামির, তেলেগু ও হিন্দি ভাষায় ছবিটি মুক্তি পাবে।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.