সাময়িকী.কম
হৃদ আকাশে চাঁদ উঠে না
সেই কাননে ফুল ফোটে না
এখন আকাশ মেঘে ঢাকা
কলিতে নেই ফুল,
এখন কবির কবিতা তে
অগণিত ভুল।
এখন এমনি সুখ জুটে না
কারো পিছে কেউ ছুটে না
সুখের গায়ে সুরক্ষা কোড
-সবাই স্বার্থবাদী,
কবির কলম ফুপিয়ে বলে
লিখি না আজ কাঁদি।
কবিতায় আজ রাগ টুটে না
কবিতায় কেউ সুখ লুটে না
তাও কবিতার জন্যে কবি
হয় উদাসীন বন্য,
তার কবিতা, কলম তারই
কবিত্ত্বেই সে ধন্য।
ওসমানীনগর, সিলেট।