সাময়িকী.কম
.
সত্য বাণীতে আমি কান পেতেছি
সঁপে দিয়েছি মম-চিত্ত,
মহাশূন্যের ধুলো-বস্তু জমাটে
তৈরী আজকের মহা-বৃত্ত।
.
সেই বৃত্তের মাঝে ফুটে উঠেছে
লাল-সবুজের চিত্র,
তারো বুকে চির অমৃত আছে
সোনার দেশের মিত্র।
.
সে থাকবে মহা-প্রলয় অবধি
চির জীবিত বঙ্গ-প্রান্তে,
যে বাঙালির জন্যে দিয়েছিল প্রাণ;
পড়েনি সে কভু ক্লেশ-ক্লান্তে।
.
স্লোগান ছিল তাঁর আকণ্ঠ ফাঁটানো
এক মহা-প্রলয়ের ঝরো-হুঙ্কার,
সেই স্লোগানেই যুদ্ধে নেমেছে বাঙালি;
কণ্ঠে ছিল "জয় বাংলা"র বজ্র চিৎকার।
কিছু শত্রু এসেছে করতে বিকৃত
সেই বঙ্গ-মিত্রের ইতিহাস,
শাহাবাগ তাই জেগে উঠেছে আজ
গুপ্ত চেতনা করতে উদ্ভাস।
.
উৎসর্গঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'কে