ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা গুলশানের আর্টিজান হোটেলে জিম্মি উদ্ধার অভিযানে নিহতদের জাতীয়তা প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
শনিবার (০২ জুলাই) রাতে আইএসপিআর এর পক্ষ থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জিম্মি উদ্ধার অভিযানে নিহত ২০ জনের নিহতদের মধ্যে ১৭ জন বিদেশি, ১ জন বাংলাদেশি আমেরিকান এবং ২ জন বাংলাদেশি।
বিদেশিদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি এবং ১ জন ভারতীয় নাগরিক। নিহতদের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মর্গে রাখা হয়েছে।