সাময়িকী.কম
অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, ২০০৫ সালের ‘নো এন্ট্রি’ ছবির সিক্যুয়েল নির্মিত হতে যাচ্ছে। কিন্তু তারকা অভিনেতাদের একসঙ্গে মেলাতে পারছেন না নির্মাতা বনি কাপুর। আর তাই আটকে আছে ছবিটির কাজ। এদিকে ছবির অন্য দুই অভিনেতা অনিল কাপুর এবং ফারদিন খান ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়ে বসে আছেন। ঝামেলাটা হয়েছে সালমান খানের পক্ষ থেকে। তিনি কিছুইতেই সময় দিচ্ছেন না নির্মাতাকে!
আর তাই বনি কাপুর সালমানের সময়ের জন্য অপেক্ষা করছেন। তিনি আশা করছেন, এই প্রজেক্টের জন্য ‘হ্যাঁ’ বলবেন সালমান। চিত্রনাট্য তৈরিই আছে। এখন শুধু সালমানের হ্যাঁ বলার অপেক্ষা!
বনি কাপুর জানিয়েছেন, ‘সালমানকে মাথায় রেখেই চিত্রনাট্য লেখা হয়েছে। এই সিক্যুয়েল নিয়ে আমরা সালমানের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছি। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা চমৎকার। তিনি খুব ব্যস্ত তার আসন্ন কিছু চলচ্চিত্র নিয়ে। তারপরেও আমরা শুধু তাকেই চাইছি। আশা করছি, তিনি আমাদের সিদ্ধান্তকে সম্মান জানাবেন।’
এদিকে শোনা যাচ্ছে, এই চরিত্রের জন্য নাকি হৃতিক রোশনকে চুক্তিবদ্ধ করেছেন ববি কাপুর। তবে এই প্রসঙ্গে নির্মাতা জানান, এই ব্যাপারে হৃতিকের সঙ্গে কোন আলোচনাই হয় নি। কিন্তু যখন বলা হল, এই ভূমিকায় হৃতিককে তিনি কখনও ভেবেছেন কিনা, এই প্রশ্নের জবাবে প্রযোজক বলেন, ‘এই সিদ্ধান্ত তখনই নেয়া সম্ভব, যখন সালমানের সঙ্গে আলোচনা শেষ হবে।’
সূত্র- ডেকান ক্রনিকলস
অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, ২০০৫ সালের ‘নো এন্ট্রি’ ছবির সিক্যুয়েল নির্মিত হতে যাচ্ছে। কিন্তু তারকা অভিনেতাদের একসঙ্গে মেলাতে পারছেন না নির্মাতা বনি কাপুর। আর তাই আটকে আছে ছবিটির কাজ। এদিকে ছবির অন্য দুই অভিনেতা অনিল কাপুর এবং ফারদিন খান ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়ে বসে আছেন। ঝামেলাটা হয়েছে সালমান খানের পক্ষ থেকে। তিনি কিছুইতেই সময় দিচ্ছেন না নির্মাতাকে!
আর তাই বনি কাপুর সালমানের সময়ের জন্য অপেক্ষা করছেন। তিনি আশা করছেন, এই প্রজেক্টের জন্য ‘হ্যাঁ’ বলবেন সালমান। চিত্রনাট্য তৈরিই আছে। এখন শুধু সালমানের হ্যাঁ বলার অপেক্ষা!
বনি কাপুর জানিয়েছেন, ‘সালমানকে মাথায় রেখেই চিত্রনাট্য লেখা হয়েছে। এই সিক্যুয়েল নিয়ে আমরা সালমানের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছি। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা চমৎকার। তিনি খুব ব্যস্ত তার আসন্ন কিছু চলচ্চিত্র নিয়ে। তারপরেও আমরা শুধু তাকেই চাইছি। আশা করছি, তিনি আমাদের সিদ্ধান্তকে সম্মান জানাবেন।’
এদিকে শোনা যাচ্ছে, এই চরিত্রের জন্য নাকি হৃতিক রোশনকে চুক্তিবদ্ধ করেছেন ববি কাপুর। তবে এই প্রসঙ্গে নির্মাতা জানান, এই ব্যাপারে হৃতিকের সঙ্গে কোন আলোচনাই হয় নি। কিন্তু যখন বলা হল, এই ভূমিকায় হৃতিককে তিনি কখনও ভেবেছেন কিনা, এই প্রশ্নের জবাবে প্রযোজক বলেন, ‘এই সিদ্ধান্ত তখনই নেয়া সম্ভব, যখন সালমানের সঙ্গে আলোচনা শেষ হবে।’
সূত্র- ডেকান ক্রনিকলস