সাময়িকী.কম
মার্কিন অভিনেতা টম হিডলটনের সঙ্গে বিচ্ছেদের পর থেকে টেইলর সুইফট যেন অনেকটা আড়ালে চলে গিয়েছেন। অনেকদিন ধরেই নতুন কোন গান কিংবা খবরের জন্য শিরোনামে আসছেন না তিনি। তবে হঠাৎ এক ভক্তের মাধ্যমে আবারও আলোচনায় এলেন পপ তারকা সুইফট। জানা গেল, অ্যাশলে নামের একজন মেয়ে ভক্তের বাড়িতে উপহার পাঠালেন জনপ্রিয় এই গায়িকা।
গ্র্যাজুয়েশন শেষে নিজ বাড়িতে একটি পার্টির আয়োজন করেন অ্যাশলে সিলভার। নিজ বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন ছাড়াও বিশেষ অতিথি হসেবে আমন্ত্রণ জানানো হয় টেইলর সুইফটকে। কিন্তু এই জনপ্রিয় তারকা যে অসম্ভব ব্যস্ত তার ব্যক্তিগত জীবনে। আর তাই ভক্তকে নিজ হাতে চিঠি লিখে একগুচ্ছ ফুল উপহার পাঠালেন টেইলর সুইফট।
এই চিঠি আর ফুলের তোড়ার ছবি নিজের ইন্সটাগ্রাম পেজে আপলোড করেন ভক্ত অ্যাশলে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার গ্র্যাজুয়েশন পার্টিতে সুইফটকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি জবাবে আমাকে এই ফুল ও কার্ড পাঠিয়েছেন। সুইফটের জন্য ভালোবাসা!’
এদিকে কার্ডে নিজ হাতে টেইলর সুইফট কি লেখেছেন, তাও রয়েছে ছবিতে। সুইফট লিখেছেন, ‘প্রিয় অ্যাশলে, আমি খুবই দুঃখিত যে তোমার গ্র্যাজুয়েশন পার্টিতে আসতে পারছি না। আমি তোমার কঠোর পরিশ্রম, ত্যাগ, উচ্ছ্বাস এবং উচ্চাকাঙ্ক্ষাসহ সর্বোপরি তোমাকে নিয়ে খুব গর্ববোধ করছি। আমি খুব ভাগ্যবান যে তোমার মতো একজন মেয়ে আমার ভক্ত।’
সূত্র- ডেকান ক্রনিকলস
মার্কিন অভিনেতা টম হিডলটনের সঙ্গে বিচ্ছেদের পর থেকে টেইলর সুইফট যেন অনেকটা আড়ালে চলে গিয়েছেন। অনেকদিন ধরেই নতুন কোন গান কিংবা খবরের জন্য শিরোনামে আসছেন না তিনি। তবে হঠাৎ এক ভক্তের মাধ্যমে আবারও আলোচনায় এলেন পপ তারকা সুইফট। জানা গেল, অ্যাশলে নামের একজন মেয়ে ভক্তের বাড়িতে উপহার পাঠালেন জনপ্রিয় এই গায়িকা।
গ্র্যাজুয়েশন শেষে নিজ বাড়িতে একটি পার্টির আয়োজন করেন অ্যাশলে সিলভার। নিজ বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন ছাড়াও বিশেষ অতিথি হসেবে আমন্ত্রণ জানানো হয় টেইলর সুইফটকে। কিন্তু এই জনপ্রিয় তারকা যে অসম্ভব ব্যস্ত তার ব্যক্তিগত জীবনে। আর তাই ভক্তকে নিজ হাতে চিঠি লিখে একগুচ্ছ ফুল উপহার পাঠালেন টেইলর সুইফট।
এই চিঠি আর ফুলের তোড়ার ছবি নিজের ইন্সটাগ্রাম পেজে আপলোড করেন ভক্ত অ্যাশলে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার গ্র্যাজুয়েশন পার্টিতে সুইফটকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি জবাবে আমাকে এই ফুল ও কার্ড পাঠিয়েছেন। সুইফটের জন্য ভালোবাসা!’
এদিকে কার্ডে নিজ হাতে টেইলর সুইফট কি লেখেছেন, তাও রয়েছে ছবিতে। সুইফট লিখেছেন, ‘প্রিয় অ্যাশলে, আমি খুবই দুঃখিত যে তোমার গ্র্যাজুয়েশন পার্টিতে আসতে পারছি না। আমি তোমার কঠোর পরিশ্রম, ত্যাগ, উচ্ছ্বাস এবং উচ্চাকাঙ্ক্ষাসহ সর্বোপরি তোমাকে নিয়ে খুব গর্ববোধ করছি। আমি খুব ভাগ্যবান যে তোমার মতো একজন মেয়ে আমার ভক্ত।’
সূত্র- ডেকান ক্রনিকলস