বলিউড ডিভারা আজকাল বেশ চালাক হয়ে গেছেন। মিডিয়াকে এড়াতে চুপচাপ সেরে ফেলছেন বিয়ে কিংবা বাগদান পর্ব। আর তারপর সবাইকে চমকে দিয়ে নিজেরাই ট্যুইটারে লিখছেন, আপলোড করছেন নানা মধুর ছবি। কিছুদিন আগে রানি মুখারজি করলেন গোপনে বিয়ে, আর এবার করলেন দিয়া মির্জা। ঝটপট গোপনে সেরে ফেললেন নিজের বাগদান পর্ব। আর ট্যুইটে লিখেও ফেললেন ‘আমি অফিশিয়ালি এনগেজড!’
বেশ কিছু বছর ধরেই প্রেম ব্যবসায়ী সাহিল সঙ্ঘের সঙ্গে প্রেমের সর্ম্পকে জড়িত ছিলেন দিয়া। কিন্তু কখনোই সোজাসাপটা তা স্বীকার করেননি। তবে শেষমেশ বাগদানের খবর দিয়েই দিয়ার প্রেমপর্ব এলো সবার সামনে। শুধু বাগদান-ই নয়, বয়ফ্রেন্ড সাহিলকে সঙ্গে নিয়ে ছবি ব্যবসাতেও ঢুকে পড়েছেন দিয়া মির্জা। বিদ্যা বালান অভিনীত ‘ববি জাসুস’ ছবির প্রযোজনার দায়িত্ব নিয়েছেন বলিউডের এই নতুন জুটি সাহিল ও দিয়া।