হলিউডের সাইফাই মাস্টার জনপ্রিয় পরিচালক স্পিলবার্গ খুব শীঘ্রই যাচ্ছেন ভারতে। তবে গত বছরের মতো বলিউড নিয়ে আলোচনার জন্য নয়, বরং তাঁর নতুন ছবির প্রেক্ষাপট হিসেবে এবার বেছে নিয়েছেন ভারতকেই।
খবরটা হচ্ছে, হলিউড অভিনেতা টম হ্যাঙ্কসকে সঙ্গে নিয়ে স্পিলবার্গ তৈরি করতে চলেছেন এক নতুন ছবি। যার গল্পের প্রেক্ষাপট কোল্ড ওয়ার ও ভারত। আর এই ছবির শ্যুটিংয়েই ভারতে যাচ্ছেন স্পিলবার্গ ও টম হ্যাঙ্কস। শোনা গিয়েছে স্পিলবার্গের এই ছবির প্রযোজনা করতে পারেন অনিল আম্বানি।
শুধু তাই নয়, এই হলিউড ছবিতে দেখা যেতে পারে বলিউডের বেশ কিছু নামজাদাদের। জানা গিয়েছে, মুম্বাই-দিল্লি ও ভারত-পাকিস্তান সীমান্ত এলাকা ও কাশ্মিরের নানা এলাকায় শ্যুটিং হতে পারে এই ছবির।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.