১৯৮২ সালে বসু চ্যাটারজির বহুল আলোচিত ‘শৌকীন’ সিনেমার রিমেইক করতে যাচ্ছেন। এবারের শৌকীনে প্রধান দুটি চরিত্রে প্রথমবারেরমত অক্ষয় কুমার–নার্গিস ফাখরি অভিনয় করার কথা থাকলেও হঠাৎ করেই বেকে বসলেন রকস্টার তারকা নার্গিস। তার এমন আকস্মিক না এ কাস্টিং সমস্যায় ফেসে যান পরিচালক, অতঃপর নার্গিসের স্থলে আসেন লিসা হেইডন।
আর তাই এবারই প্রথমবারের মতো লিসা-অক্ষয়কে একাসাথে রোমান্স করতে দেখবে দর্শকেরা। এর আগে কখনোই এই দুইজনের একসাথে কাজ করা হয়নি। আর এই সুযোগটিকে কাজে লাগিয়েছেন পরিচালক। একেবারে নতুন জুটিকে নিয়ে হাজির হতে যাচ্ছেন পরিচালক বসু চ্যাটারজি।
তবে ধারণা করা হচ্ছে বলিউডের প্লে-বয়ের কাছ থেকে রেহাই পাবেন না মডেল-অভিনেত্রী লিসা। অক্ষয়ের ভক্তদের জানার বাকি নেই যে, লম্বা পায়ের অধিকারিণী রমণীদের প্রতি দুর্বলতা কাজ করে অক্ষয়ের। জানলে অবাক হবেন ইতোমধ্যেই এই ড্যাশিং অভিনেতা টুইটারে সহ-অভিনেত্রীর প্রশংসায় মেতেছেন।
তিনি টুইট করেন, “ছবিটি আমার আগামী সিনেমা শৌকীনের প্রথম শট, খুব ভাল সময় কাটল। সাব্বাস! লিসা হেইডন, ফ্যাব জব! বড়পর্দার জন্যই তুমি জন্মেছ!”

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.