মাধুরী দীক্ষিত নামটি যথেষ্ট। বলিউডের রূপসী রমণী এবং হাজারো পুরুষের হৃদয়ের রানী মাধুরী দীক্ষিতের আজ জন্মদিন। আজ থেকে ৪৬ বছর পূর্বে মারাঠি পরিবারে এই জন্মগ্রহণ করেন মাধুরী। তখন কাররি জানা ছিল না এই ছোট হাস্যোচ্ছল মেয়েটি একদিন বলিউডের রাজকন্যায় পরিণত হবেন।
তবে মজার ব্যাপার হল এই অভিনেত্রীর ৪৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে ইউটিউব নিয়ে হাজির হয়েছে এক অভিনব উপহার নিয়ে। ইউটিউব কর্তৃপক্ষ মাধুরীর পুরো ফিল্ম ক্যারিয়ারকে আবদ্ধ করেছেন এই ভিডিওতে। চলুন তবে দেখে নেয়া যাক সেই ভিডিওটি।