উত্তর: আজকাল চুলে অনেক ধরনের রং বা ডাই ব্যবহূত হয়। এ ছাড়া চুল সোজা বা কোঁকড়া করতেও নানা ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়। কারও কারও এসব রাসায়নিকে অ্যালার্জি থাকতে পারে। সে ক্ষেত্রে এগুলো প্রতিক্রিয়া করতে পারে। তাই যাদের আগে থেকেই অ্যালার্জি, হাঁপানি ইত্যাদি রোগ আছে তারা এসব ব্যবহারের আগে সামান্য লাগিয়ে অপেক্ষা করে দেখবেন প্রতিক্রিয়া হচ্ছে কি না। আর যদি লাগাতেই হয় সব সময় ভালো ব্র্যান্ডের আসল জিনিস, যাতে সব উপাদানের নাম স্পষ্ট করে দেওয়া আছে, সেগুলো ব্যবহার করবেন। 
ডা. মো মনিরুজ্জামান খান, চর্ম বিভাগ, বারডেম হাসপাতাল।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.