শাহরুখ খান অভিনীত ‘ম্যা হু না’ সিনেমার সাফল্যই তাকে কোরিওগ্রাফার থেকে পরিচালকে পরিনত করে। নিজের পরিবচালনায় প্রথম সিনেমাটি বরাবরই সব পরিচালকের কাছেই বেশি গুরুত্বপূর্ণ। তবে আজকের এই দিনটিতে যেন একটু বেশীই নস্টালজিক হয়ে পড়লেন ফারাহ খান।
২০০৪ সালে এই দিনে মুক্তি পায় শাহরুখ-ফারাহ খানের যুগলবন্দীতে‘ম্যা হু না’ সিনেমা। কোরিওগ্রাফার হিসেবে সুনাম অর্জন করলেও এই সিনেমা দিয়েই ছিল তার প্রথম অভিষেক। আর অভিষেকেই সাফল্য। এখানেই শেষ নয় ‘ম্যা হু না’ সিনেমাটির ১০ বছর পূর্তিতে ফারাহ খান তার টুইটার একাউন্টে ‘ম্যা হু না’ সিনেমার শুটিংয়ের সময়ের বেশ কিছু অদেখা ছবি প্রকাশ করেন।
ফারাহ খান তার একাউন্টে লেখেন, দুঃখিত! তোমাদের বিরক্ত করব। আজকের দিনটাতে আমি অত্যন্ত ‘ম্যায় হু না’ নস্টালজিয়ায় ভুগছি। তাই তোমাদের সবার জন্য রইল শুটিংয়ের ফাঁকে তোলা কিছু অদেখা ছবি।