‘মেয়েদের পোশাকে পুরুষ’ ব্যাপারটি যেন এখন বলিউডের কমেডি সিনেমার ক্ষেত্রে এখন একটি পরীক্ষিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। কমেডি শো বলুন আর সিনেমাই বলুন দর্শকে হাসানোর অন্যতম হাতিয়ারে পরিণত হয়েছে “মেয়েদের পোশাক”। আর এই হাতিয়ারটি বরাবরই আমরা পরিচালক সাজিদ খানের সিনেমায় ব্যবহার করতে দেখি।
সাজিদ খানের পরবর্তী কমেডি সিনেমা ‘হামশাকাল’ এ মেয়েদের পোশাকে বলিউডের সুদর্শন পুরুষদেরই দেখতে পাবে দর্শকেরা। তবে কারা কারা সাজতে যাচ্ছেন এই রূপে? জানলে অবাক হবে এই তালিকায় সাইফ আলী খান, রিতেশ দেশমুখের সাথে সাথে রয়েছেন রাম কাপুর। চলুন তবে দেখে নেয়া যাক এই তিনজন সুদর্শন পুরুষের “রমণীসুলভ” লুকটি।
প্রসঙ্গত এর আগে ‘আপনা সাপনা মানি মানি’ সিনেমায় রিতেশকে নারী রূপে দর্শক ভাল ভাবেই নিয়েছিল। তবে সাইফ, রামের সাথে এবারই প্রথম নারী অবয়বে হাজির হতে যাচ্ছেন তিনি। এখন দেখার পালা রূপালি পর্দায় এই রূপে কাকে দর্শক বেশি পছন্দ করেন।