মুখের দুর্গন্ধে রোগী এবং আশপাশের সবাই বিড়ম্বনায় পড়ে। মুখের ভেতরে কিছু রোগ ছাড়াও শরীরের অন্যান্য রোগের লক্ষণ হিসেবে মুখে দুর্গন্ধ হয়।
কারণ
*মাড়ি রোগ : একিউট নেকরোটাইজিং আলসারেটিভ জিনজিভাইটিস বা পচনশীল ঘাযুক্ত মাড়ির প্রদাহ।
*পেরিওডন্টাল রোগ : এ রোগে অ্যানোরবিক ব্যাকটেরিয়া মুখে দুর্গন্ধের সৃষ্টি করে।
*মুখের অভ্যন্তরে কৃত্রিম দাঁত যদি একরাইলিক দিয়ে তৈরি হয়ে থাকে। কৃত্রিম দাঁতের সঠিক যত্ন নেয়া না হলেও মুখে দুর্গন্ধ হতে পারে।
*ফোঁড়াযুক্ত দাঁত।
*দাঁতের ক্ষয় (সাময়িক)।
*ইমপ্যাকটেড দাঁত বা প্রতিবন্ধকতাপ্রাপ্ত দাঁত।
অভ্যাসগত কারণ
* মুখের মাধ্যমে শ্বাস নেয়া* ধূমপান*পিঁয়াজ, রসুন কাঁচা খেলে
* অ্যালকোহল সেবন* নিয়মিত দাঁত ব্রাশ বা ফ্লসিং না করলে* জিহ্বা পরিষ্কার না করলে।
শরীরে অন্যান্য রোগের কারণে মুখে দুর্গন্ধ
* একিউট রেনাল ফেইলিউর বা কিডনি হঠাৎ বিকল হওয়া* ক্রনিক কিডনি ফেইলিউর* ডায়াবেটিস* বাওয়েল অবস্ট্রাকশন বা অন্ত্রের প্রতিবন্ধকতা* খাদ্যনালীতে ক্যান্সার* পাকস্থলীতে ক্যান্সার* ডায়াবেটিক কিটোএসিডোসিস* হেপাটিক এনসেফালোপ্যাথি বা লিভারে সমস্যা* ফুসফুসে ফোঁড়া বা এবসেস* এট্রপিক রাইনাইটিস* সাইনোসাইটিস* গর্ভাবস্থা* ফুসফুসে দীর্ঘদিনের রোগ* যেসব ওষুধ মুখ শুষ্ক করে থাকে সেগুলোর পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেও মুখ দুর্গন্ধ হতে পারে। (ওষুধগুলো হল- বিষণ্নতানাশক ওষুধ, এন্টিহিস্টামিন জাতীয় ওষুধ, এন্টিসাইকোটিক ওষুধ)।* গলায় সংক্রমণ।
প্রতিরোধের উপায়
* দাঁত নিয়মিত ব্রাশ করতে হবে* জিহ্বা ও নাক পরিষ্কার রাখতে হবে
* সাইনাস পরিষ্কার রাখা* পর্যাপ্ত পরিমাণে পানি পান া ধূমপানের অভ্যাস ত্যাগ করতে হবে* নেশা জাতীয় দ্রব্য গ্রহণ পরিহার করতে হবে।
চিকিৎসা
*পেরিওডন্টাল রোগ থাকলে অতি শিগগিরই চিকিৎসা গ্রহণ করতে হবে। এ রোগে অ্যানোরবিক ব্যাকটেরিয়া দুর্গন্ধের সৃষ্টি করে থাকে।
*যে কারণে শুষ্ক মুখের সৃষ্টি হয় তার চিকিৎসা করাতে হবে।
*কে ফোর্স ব্রেথ গার্ড মাউথওয়াশ ব্যবহার করা যায়।
*চিনিমুক্ত চুইংগাম মুখে দুর্গন্ধ দূর করতে সাময়িক সাহায্য করতে পারে।
ফিশ অডার সিনড্রোম বা মুখ থেকে মাছের গন্ধ
আমাদের শরীর কখনও কখনও ট্রাইমিথাইল অ্যামাইন ঠিকভাবে ভাঙতে পারে না, যা কিছু খাদ্যে পাওয়া যায়। ফলে এটি শরীরে জমা হতে থাকে যা ঘাম, প্রস্রাব এবং শ্বাস-প্রশ্বাসের সঙ্গে বের হয়ে যায়। শ্বাস নেয়ার বা ত্যাগ করার সময় মাছের আঁষ্টের মতো গন্ধ পাওয়া যায়।
ডা. মোঃ ফারুক হোসেন
লেখক : মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ, শাহ আলী হাসপাতাল, মিরপুর-১, ঢাকা 
বিভাগ:

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.