সমস্যা : আমার মাথার অধিকাংশ চুল পড়ে গিয়ে টাক সৃষ্টি হয়েছে। টাক কি সারানো সম্ভব?
- রফিক, বনশ্রী, ঢাকা।
সমাধান : বর্তমানের আধুনিক বৈজ্ঞানিক চিকিৎসায় টাক মাথা এখন আর কোন সমস্যাই নয়। মাত্র ৩ মাসের মধ্যেই নতুন চুল গজানো সম্ভব।
সমস্যা : আমার দেহে আজ তিন মাস ধরে লাল লাল চাকা হয়ে ভীষণ চুলকানি হচ্ছে। আমি এ থেকে মুক্তি চাই। - রূপা, চাঁদপুর
সমাধান : আপনার দেহের সমস্যাটির নাম অ্যালার্জিক আরটিক্যারিয়া। আধুনিক বৈজ্ঞানিক চিকিৎসার মাধ্যমে আপনার রোগটি নির্মূল করা সম্ভব।
সমস্যা : দীর্ঘদিন ধরে আমার পায়ের আঙুলের ফাঁকে চুলকানিসহ ঘা হয়েছে। এতে আমার বেশ কষ্ট হচ্ছে।
- আফসার, পল্লবী, ঢাকা
সমাধান : আপনার পায়ের রোগটি সম্ভবত ইন্টারট্রাইগো। ত্বকবিশেষজ্ঞের পরামর্শ নিন।
সমস্যা : আমার মুখে দাড়ি-গোঁফ এবং বুকে ও নাভীর নিচে অনেক অনেক কালো লোম দেখা দিয়েছে। এ অবাঞ্ছিত লোমগুলো আমাকে বেশ বিড়ম্বনায় ফেলছে। -লীনা, শান্তিনগর, ঢাকা
সমাধান : আপনার সমস্যাটি একটি পুরুষালী সমস্যা। ইংরেজিতে একে বলা হয়, হারসুটিজম। অত্যাধুনিক লেজার এর মাধ্যমে কোনো পার্শ্বক্রিয়া ছাড়াই এ অবাঞ্ছিত লোমগুলো স্থায়ীভাবে নির্মূল করা সম্ভব।
ডা. একেএম মাহমুদুল হক (খায়ের)
ত্বক, যৌন, অ্যালার্জি ও কসমেটিক সার্জন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। ফোন : ৯৩৪২৮৭৬