উত্তর: পানি বেশি খাওয়ার সঙ্গে কিডনি ভালো রাখার তেমন কোনো সম্পর্ক নেই। পানি কতটুকু খেতে হবে, তা শরীর নিজেই পিপাসার মাধ্যমে জানান দেবে। তবে মূত্রতন্ত্রে ছোট পাথর হলে অনেক সময় প্রচুর পানি খেতে বলা হয়, যাতে পানির তোড়ে পাথর বেরিয়ে যায়। আবার কিডনির রোগীদের পানি একটু মেপেই খেতে বলা হয়।
ডা. মো. শওকত আলম,
জাতীয় কিডনি ও ইউরোলজি ইনস্টিটিউট।