সৌদি আবর সরকার বাংলাদেশ থেকে হজে যাওয়ার নতুন নিয়ম করেছে। হজে যেতে হলে অবশ্যই মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) থাকতে হবে। ফলে হাতে লেখা পাসপোর্ট ব্যবহার করে আর হজে যেতে পারবে না বাংলাদেশিরা।
এ বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।
এতে উল্লেখ করা হয়েছে, এ বছর থেকে হজ ভিসা দেয়ার প্রক্রিয়া দ্রুত ও নির্ভুলভাবে করার জন্য সৌদি সরকার নতুন এই পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে। হজযাত্রীদের তাদের পাসপোর্টকে মেশিন রিডেবল করে সব তথ্য সৌদি আরবের অভিবাসন শাখায় দিতে হবে।
কিন্তু এ প্রক্রিয়া শুধু এমআরপি পাসপোর্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যারা হাতে লেখা পাসপোর্ট ব্যবহার করেন তারা এ প্রক্রিয়ার আওতায় আসবেন না। এ কারণে এ বছর থেকে এমআরপি ছাড়া কেউ হজ পালন করতে পারবেন না।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.