উদ্ধার করা মাদকদ্রব্যসহ দেশিয় অস্ত্র |
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে কাউন্সিলর নজরুল ইসলামসহ সাত খুনের প্রধান আসামি নূর হোসেনের দখলে থাকা সিদ্ধিরগঞ্জের শিমরাইলের একটি ট্রাক স্ট্যান্ডের পাঁচটি টংঘর থেকে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ দেশিয় অস্ত্র উদ্ধার করেছে।
নূর হোসেনের কার্যালয়ের পিছনে অবস্থিত এই ট্রাক স্ট্যান্ড। শুক্রবার বিকেল প্রায় ৪টায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকারিয়া।
তিনি জানান, অভিযানে নূর হোসেনের ৫টি টংঘর হতে প্রায় তিন হাজার বোতল ফেনসিডিল, ৩৭ বোতল বিয়ার ও ৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এছাড়া ৫টি রামদা উদ্ধার করা হয়।