বলিউডের অন্যতম বিতর্কিত তারকা পুনম পান্ডে। নিজেকে ফের লাইমলাইটে আনতে বিশ্বকাপের জন্য নিজের একটি অর্ধনগ্ন ভিডিও বানালেন পুনম পাণ্ডে। কালো রঙের বিকিনি টপ আর সারঙ্গ পরে ভিডিওতে নাচতে দেখা যাচ্ছে পুনমকে। ভিডিওটি নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করেছেন পুনম।
‘নাশা’ ছবি দিয়েই বলিউডে পা রেখেছিলেন পুনম আর তারপর থেকেই একের পর এক পাবলিসিটি স্ট্যান্ট করে যাচ্ছেন এই বিতর্ক কুইন। ২০১১ ক্রিকেট বিশ্বকাপের সময়ও পুনম ঘোষণা করেন ভারত জিতলে তিনি নগ্ন হবেন। এমনকি ট্যুইটারে নিজের নগ্ন ছবিও পোস্ট করেন এই নায়িকা।
এ ছাড়া একের পর এক বিতর্কের ঝড় তুলেছিলেন পুনম। এবার ফুটবল বিশ্বকাপে পুনমের নয়া ভিডিও কী বিতর্ক তৈরি করে এখন সেটাই দেখার পালা।