না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক, লেখক, বিশিষ্ট সাংস্কৃতিকব্যক্তিত্ব ফখরুজ্জামান চৌধুরী। গত ১ জুন রাত নয়টায় রাজধানী উত্তরার ১২ নম্বর সেক্টরের নিজবাসভবনে ইন্তেকাল করেন তিনি। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভোগছিলেন তিনি। ফখরুজ্জামানচৌধুরী বিশিষ্ট নাট্যাভিনেত্রী দিলারা জামান চৌধুরীর স্বামী। শতাধিক গ্রন্থের লেখক, অনুবাদক এই প্রবীণসাহিত্যিক সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। তাঁর মৃত্যুতে সাহিত্য-সংস্কৃতিঅঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার বড় মেয়ে আমেরিকা এবং ছোটো মেয়ে কানাডায় বসবাস করেন।

প্রখ্যাত চলচ্চিত্র সাংবাদিক ও সিনে সাপ্তাহিক চিত্রালীর সম্পাদক আহমদ জামান চৌধুরীর অগ্রজ ছিলেনফখরুজ্জামান চৌধুরী। সাহিত্যিক হিসেবে ষাটের দশক থেকে তিনি বিশ্বসাহিত্যের বহু সাড়া জাগানো গ্রন্থঅনুবাদের পাশাপাশি শিশুসাহিত্য, গল্প, প্রবন্ধ, স্মৃতিকথা, রম্য-রচনাসহ নানাবিধ বিষয়ে দীর্ঘ প্রায় ৫০বছর লেখালেখি করেছেন। বাংলা একাডেমি পুরস্কার ছাড়াও শিশুসাহিত্যে অবদানের জন্য তিনি অগ্রণীব্যাংক শিশুসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। সাতদিন সম্পাদকের 'শাহবাগ-১' কবিতার অনুবাদের মাধ্যমে তাঁর আত্মার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদিত হলো।


Shahbag-1 ][ Saifullah Mahmud Dulal

Today your hairs are ripples of Shahbag

And your feet programme of glory

In your saree's end and shoulder veil

Float the balloon-flags

In your clothes fragrance of Shahbag

In the warmth of hands touch of Shahbag felt

And under the feet dust and clay of Shahbag

Your stethoscope records restlessness of Shahbag

Tune of awakening of the forty fourth

And in your entire body ripples of Shahbag sparkles light.

#

In your richshaw you take me alone to Shahbag

In my Shahbag of dream another Shahbag will emerge

Via Shahbag I will merge with you as I did in Seventy one.

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.