রেজিনা ইসলাম
তুমি কি বিশাল আকাশ হবে ?
যেখানে অফুরন্ত ভালবাসার নকশী কাঁথা
জমাট উষ্ণতার সূতো দিয়ে
বুনন করে যাব .......
ক্রমাগত সেলাইয়ের ভাঁজে ভাঁজে
দুজনের শরীরের মানচিত্র তৈরী হবে।
তোমার ভ্রাম্যমান হৃদয়ে
স্থিররতার ঘুড়ি উড়বে .......
আমার হৃদ-উঠোনের নাটাই দিয়ে।
আমার চৌকস ভালবাসার মূর্ছনায়
তুমি অরণী জোসনার মত ,
রংধনুর আবীর ছড়াবে .....
তোমার বিষাদের বীর্যগুলো
ঢেকে দেব .........
অজস্র নিঃশ্বাসের পাপড়ি দিয়ে।
আর তখন, তীব্র ধারালো ,অমাবস্যার রাত
হয়ে উঠবে ......
স্নিগ্ধ বিকেলের প্রেম পত্র .
তুমি কি আমার..........
ভালবাসার আকাশ হবে ?
তুমি কি বিশাল আকাশ হবে ?
যেখানে অফুরন্ত ভালবাসার নকশী কাঁথা
জমাট উষ্ণতার সূতো দিয়ে
বুনন করে যাব .......
ক্রমাগত সেলাইয়ের ভাঁজে ভাঁজে
দুজনের শরীরের মানচিত্র তৈরী হবে।
তোমার ভ্রাম্যমান হৃদয়ে
স্থিররতার ঘুড়ি উড়বে .......
আমার হৃদ-উঠোনের নাটাই দিয়ে।
আমার চৌকস ভালবাসার মূর্ছনায়
তুমি অরণী জোসনার মত ,
রংধনুর আবীর ছড়াবে .....
তোমার বিষাদের বীর্যগুলো
ঢেকে দেব .........
অজস্র নিঃশ্বাসের পাপড়ি দিয়ে।
আর তখন, তীব্র ধারালো ,অমাবস্যার রাত
হয়ে উঠবে ......
স্নিগ্ধ বিকেলের প্রেম পত্র .
তুমি কি আমার..........
ভালবাসার আকাশ হবে ?