গ্রেনেড সংসার শুক্রবার, জুলাই ১৮, ২০১৪ A+ A- Print Email মঈন মুরসালিন সত্যি করে বলছি তুমি মানবতাকে এক চুলও বিশ্বাস করো না আমি গ্রেনেড জলে ধুয়ে নিয়েছি তোমার ভালবাসা হ্যাঁ, গ্রেনেডকে বুকে নিয়েই আমাদের সংসার না ভয় নেই, নতুন প্রজন্মকে মানবতা স্পর্শ করতে পারবে না, এবং কেউ দেখবে না মানবতা নামক কোনো স্বপ্ন। বিভাগ: কবিতা, সাহিত্য