সেখ সাদ্দাম হোসেন
১.

পর্দার আড়ালে নেমে এসো মেঘ....

বুকের ভিতর সাঁকো পেরিয়ে দ্যাখো

আমি শুধুএক ফকির মাত্র ।

২.

সংসারে আছি, সংসার আমার মধ্যে নেই

বৃষ্টির ঠিকানায় দাঁড়িয়ে আছি অবিরল

কেউ বলেছিল, ‘প্রসারিত হও আরও...`

আমি সমুদ্র হলাম....

তারপর একদিন পরীটি চলে গেল ।

৩.

হৃৎপিন্ডের বাঁদিক ঘেঁষে রাখা আছে ডাকবাক্স

রোদের আয়ুকমে গেলে, অসুখ আসে

কথা শেষ করে সেও চলে যায় ।

তারপর অপেক্ষায় ফসিল হয় আঁটকুড়ো রাত

যদি বাড়াও হাত....

ষোলো আনাই বেঁচে যাক মৃত্যুর আবেগ

পর্দার আড়ালে নেমে এসো মেঘ

আরও কথা আছে..... ।।


বর্ধমান , মাধবডিহি, পশ্চিমবঙ্গ, ভারত

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.