সাময়িকী.কম

প্লাস্টিক সার্জারির মুল উদ্দেশ্য হলো সৌন্দর্য বর্ধন। সাধারণ সৌন্দর্যচর্চার চাইতে এক ধাপ এগিয়ে মানুষের স্বাভাবিক অবয়বে পরিবর্তন আনাই এর কাজ। কিন্তু প্লাস্টিক সার্জারি অনেক সময়ে সৌন্দর্য বর্ধনের পরিবর্তে মানুষের চেহারাকে করে তোলে কিম্ভূতকিমাকার। তেমনই কিছু “ব্যর্থ” প্লাস্টিক সার্জারির নমুনা নিয়ে আজকে আমাদের ফটো ফিচার।


বয়স হয়ে গেলে অনেক নামী দামি তারকা নিজেকে সঁপে দেন প্লাস্টিক সার্জনের ছুরির নিচে। আশা করেন যে তার হারানো আকর্ষণ আবার ফিরে আসবে। কিন্তু এই সার্জারি যখন ব্যর্থ হয় তখন মানুষের বদলে কার্টুনের মতো দেখা যায় অনেককে। মুখের আকৃতির সাথে বেমানান চোখ, ঠোঁট নিয়ে চলতে হয় অনেককে। এমনকি কারো কারো চেহারায় মানুষের চাইতে অন্য প্রাণীর বৈশিষ্ট্য বেশি করে ফুটে ওঠে। উদাহরণ হলো প্রচ্ছদের ছবির জোসেলিন ওয়াইল্ডেন্সটাইন। বার বার প্লাস্টিক সার্জারি করতে করতে নিজের চেহারা করে তুলেছেন শ্বাপদের মতো।


১)



২)



৩)



৪)


৫)



৬)



৭)



৮)



৯)



১০)


Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.