সাময়িকী.কম
চীনের একটি নদী বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রতিদিনের মতোই স্বাভাবিক দেখছিলেন স্থানীয় অধিবাসীরা। এরপর হঠাৎ করেই তারা লক্ষ্য করেন নদীটির পানি লাল রঙের হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই নদীর পানি সম্পূর্ণ লাল হয়ে যায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
চীনের চ্যাংনান রাজ্যের এ নদীর নাম ঝেজিয়াং। বৃহস্পতিবার ঘটনার দিন ভোর ৪টার দিকে নদীর পানি স্বাভাবিক রংয়েরই দেখেছিলেন স্থানীয়রা। কিন্তু এর দুই ঘণ্টা পর সকাল ৬টার দিকে নদীর পানি লাল হওয়া শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই নদীর সম্পূর্ণ পানি রক্তের মতো লাল রংয়ের হয়ে যায়।
এর কারণ অনুসন্ধানে দেখা গেছে, নদীসংলগ্ন এলাকায় রয়েছে একটি কাগজ কারখানা, একটি খাবারের রং তৈরির কারখানা ও একটি কাপড় নির্মাতা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানগুলোর কোনো একটি তাদের বর্জ্য পদার্থ নদীতে ফেলে দিয়েছে বলে ধারণা করা হয়।
এ আগেও ২০১১ ও ২০১২ সালে চীনে এ ধরনের ঘটনা ঘটেছে। সর্বশেষ ঘটনাটির অনুসন্ধান শুরু করেছে চীনের পরিবেশ অধিদপ্তর।
চীনের একটি নদী বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রতিদিনের মতোই স্বাভাবিক দেখছিলেন স্থানীয় অধিবাসীরা। এরপর হঠাৎ করেই তারা লক্ষ্য করেন নদীটির পানি লাল রঙের হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই নদীর পানি সম্পূর্ণ লাল হয়ে যায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
চীনের চ্যাংনান রাজ্যের এ নদীর নাম ঝেজিয়াং। বৃহস্পতিবার ঘটনার দিন ভোর ৪টার দিকে নদীর পানি স্বাভাবিক রংয়েরই দেখেছিলেন স্থানীয়রা। কিন্তু এর দুই ঘণ্টা পর সকাল ৬টার দিকে নদীর পানি লাল হওয়া শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই নদীর সম্পূর্ণ পানি রক্তের মতো লাল রংয়ের হয়ে যায়।
এর কারণ অনুসন্ধানে দেখা গেছে, নদীসংলগ্ন এলাকায় রয়েছে একটি কাগজ কারখানা, একটি খাবারের রং তৈরির কারখানা ও একটি কাপড় নির্মাতা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানগুলোর কোনো একটি তাদের বর্জ্য পদার্থ নদীতে ফেলে দিয়েছে বলে ধারণা করা হয়।
এ আগেও ২০১১ ও ২০১২ সালে চীনে এ ধরনের ঘটনা ঘটেছে। সর্বশেষ ঘটনাটির অনুসন্ধান শুরু করেছে চীনের পরিবেশ অধিদপ্তর।