সাময়িকী.কম
টুনস ম্যাগ মানুষের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে। টুনস ম্যাগ-এর মুল উদ্দেশ্য হচ্ছে কার্টুন ও লেখার মাধ্যমে মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে সুপ্রতিষ্ঠিত করা। শিল্প ও শিল্পীর প্রচার ও প্রসারের মাধ্যম হিসাবে কাজ করা , কার্টুনিস্ট ও লেখকদের মাঝে সু-সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যম হিসাবে কাজ করা।
আমাদের আশেপাশে অনেক প্রতিভাবান কার্টুনিস্ট এবং চিত্র শিল্পী আছেন যারা সুযোগের অভাবে নিজেকে প্রকাশ করতে পারছেন না, তাদের সম্পর্কে টুনস ম্যাগ বাংলায় লিখুন। টুনস ম্যাগ তাদের খবর জানিয়ে দিবে গোটা বিশ্ববাসীকে। এছাড়া পাঠাতে পারেন কার্টুনিস্ট/চিত্র শিল্পীর সাক্ষাত্কার। যাদের মাঝে লুকিয়ে আছে আঁকাআঁকির প্রতিভা। আঁকাআঁকি যাদের সখ/নেশা তাদের জন্য টুনস ম্যাগ। প্রকাশ করুন নিজেকে। প্রকাশ করুন আপনার প্রতিভাকে। আপনার আঁকা ছবি অথবা কার্টুন পাঠিয়ে দিন, টুনস ম্যাগ তা প্রকাশ করবে গুরুত্বের সাথে। আঁকা ও লেখা পাঠান- sagar@toonsmag.com এই ঠিকানায়। বিস্তারিত তথ্য জানা যাবে- bd.toonsmag.com এই সাইটে।