চন্দন কৃষ্ণ পাল
বিশাল রাত্রি জুড়ে জেগে থাকে নিটোল স্তবব্ধতা
জেগে থাকে একটি মানুষ, অসুস্থ ক্লান্ত
তার বুক জুড়ে কষ্টের তীবধ প্রবাহ করে খেলা
পাট খোলা জানালায় ধু ধু হাওয়া শিস রেখে যায়।
জৈষ্ঠে 'র মধ্য রাতে বাদুড়েরা উৎসবে মাতে,
ফলফলারী নিয়ে কাড়াকাড়ি চলে
ফলের কোমল শরীরে থাকে নখরের দাগ
মৃত্যুর ভয়াল ছায়া লোভ মাখা দৃষ্টি রেখে যায়।
এক জন পরিত ̈৩ অসুস্থ মানুষ,
কাল গোণে চলে, কড়িকাঠহীন ধ্বধবে সাদা ছাদ
বিদধ“প ছুড়ে মারে মুখে চোখে হৃদয়ে
চোখের সম ̄— জল উড়ে যায় প্রচন্ড খরায়।