আজিম আকাশ

ধেই ধেই করে বেড়েই চলেছে
নিত্য দ্রব্য সামগ্রীর মূল্য;
পৃথিবীর কোন কালেই,
কোন পরিস্থিতিতেই,
ছিল না এরূপ সমতুল্য।


তবে কি ভেবে নেব তা ইতিহাসের
পাতায় রেকর্ড ভাঙ্গার প্রতিযোগিতা,
দুর্নীতির তালিকায়-
কতবার যে রেকর্ড গড়েছে,
তা বিশ্বের কাছে-
আজ আর নয় কোন নুতন বারতা।


দিন যায় রাত আসে প্রকৃতির নিয়মে
সময়ের বিবর্তনে বদলায় রাজনীতির-
নীতিনির্ধারক তথা দৃশ্যপট;
দিন বদলের পালায় হয় না তৃনমূলদের
ভাগ্যের কোন আসু পরিবর্তন,
খুলে না রাজনীতির জটিল জট।


রাজ্যের যত রত্নরাজি সঞ্চিত হয়
রাজার রাজ প্রাসাদের ভান্ডারে,
ক্ষুধার রাজ্যে দীন-দু:খিনী
ক্ষুধার তরে ধর্না দেয়-
ধনীদের রাজ প্রাসাদের দ্বারে দ্বারে।


পঁচাশি হাজার গ্রাম-বাংলার-
আপামর জনতার চোখে-মুখে
আজ কেন হাহাকার,
শত আশায় বুক বেঁধে
তুব নেই কেন প্রতিকার।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.