পাড়ার ফাংশন আর আজিমপুরের অফিস হাঁটছে একসঙ্গে
আমি তো সেই জানালায় আবার
যার অনুবাদ করেছেন পারভিন একটি বইতে
যতই ভাবি কালের ক্ষেত্রে পাস্ট টেন্স আর হয় না
তত কালো ইঞ্জিনের শেয়াল-চিৎকার
একটি টেলিফোন করার আগে নার্ভাস একজন হেঁটে চলেছে
পথে
ভায়াগ্রা-ভাবনায়