মাহমুদ নজির

টের পাই কী যেনো ভাঙছে বুকের ভিতরে।
দিনরাত পাল্লা দিয়ে বইছে বাতাস জ্বলে ওঠা আগুনের স্ফুলিঙ্গের মতো।
চোখের কার্নিশে আটকে আছে  কালিঝুলি , ছাই ভস্ম!
ভগ্নাংশের শেষ অঙ্ক মেলাতে গিয়ে থেমে যাই,
প্রবল ঘূর্ণিতে বেরিয়ে আসে শূণ্য মহা গোলাকৃতির।
কেঁপে ওঠে হৃদয়, অন্তঃস্থল!
চেতনার কলকাঠি নেড়ে নেড়ে ভুলে যাই গন্তব্যের ঠিকানা।
স্বপ্নের ট্রেন চলে যায় ইশ্বরদী জংশন ছেড়ে ঢাকা কমলাপুর।
লোটা কম্বল হাতে কেউ কেউ চলে যায় গয়া, কাশি।
কেউ কেউ মক্কা, মদিনা।
অজানা আমার গন্তব্য...

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.