সাময়িকী.কম


হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উড়োজাহাজের টয়লেট থেকে ৩২ কেজি ওজনের ২৭০টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। আটক করা সোনার মূল্য ১৬ কোটি টাকা।

এই ঘটনায় মোহন আলী ও মোহাম্মদ শরীফ নামে দুই যাত্রীকে আটক করা হয়েছে।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সম্প্রীতি প্রামাণিক জানান, বাংলাদেশ বিমানের এই উড়োজাহাজটি দুবাই থেকে ব্যাংকক হয়ে দুপুরে ঢাকায় পৌঁছে। গোপন সূত্রে সংবাদ পেয়ে উড়োজাহাজটির টয়লেটের কমোডের ভেতর থেকে ২৭০টি সোনার বার উদ্ধার করা হয়। এসময় জড়িত থাকার সন্দেহে মোহন আলী ও মোহাম্মদ শরীফ নামে দুই যাত্রীকে আটক করা হয়।

এর আগে শনিবার রাতে বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে প্রায় ১০ কেজি সোনার বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার দাম চার কোটি ৬৬ লাখ টাকা।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.