কাজল বিনতে শাহিদা

(উত্‍সর্গঃ না ফেরার দেশে চলে যাওয়া আমার প্রিয় বাবাকে !)


এবার প্রথম ঈদ করব
বাবা ছাড়া আমি,
ভাবতে চোখে জল আসে
হঠাৎ যেতে থামি ।


কেমন ছিলো আমার বাবা
আজকে কেন নেই ?
এইতো সেদিন ছিলোও বাবা
গতবারের ঈদেই ।


বাবার দেয়া একটি নোট
ছিলো সেলামি,
পেয়ে খুবই খুশি হতাম
দুই হাতে আমি ।


নামাজ শেষে বাবা এসে
নামটি ধরে ডাকতো,
স্নেহের ডাকে ঈদের খুশি
নতুন করে মাখতো ।


মন্ড মিঠাই মিষ্টি সেমাই
আরোও কত কি,
আজও ভাসে স্মৃতির পাতায়
ভুলতে পারবো কি ?


আজকে বাবা অনেক দূরে
জানি ফিরবে না,
স্নেহের সুরে নামটি ধরে
আর ডাকবে না ।


বাবার তরে খোদার দ্বারে
দু'হাত তুলে প্রার্থনা,
শোকাহত হৃদয় আমার
জুড়াই মায়ের শান্তনা ।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.