সায়েমুল ইসলাম শোভন

ভীষণ ইচ্ছা করছে তোর পাশাপাশি বসে থাকি । খুব কাছাকাছি যেন তোর নিশ্বাসে প্রশ্বাসে শরীরের যে ওঠা নামা সমস্তটা আমার স্পর্শে দোলায়। বসে থাকি সোয়া তিন ঘন্টা । কত কত কথা হবে কত কিছু হবে জানা আরও হবে কবিতা আসর কবির প্রতি ভালোবাসা আমাদের পাশাপাশি বসা। ভোরের প্রথম সূর্য কি যে মনোরম কত আদূরে কি যে অপরুপ ভালোলাগা অথচ প্রতিদিন ভোরেই সূর্য ওঠে ঐ পূর্ব আকাশে তারপরো কি ভালোলাগা। সত্যি বলছি ভীষন ইচ্ছে করেছ তোর পাশাপাশি বসি সোয়া তিন ঘন্টা । এই বসা প্রকৃতির মাঝে খোলা আকাশের নীচে মুক্ত উদাস বাতাসে । এই ইচ্ছা যদি না হয় পূরণ তাহলে পৃথিবীর সকল কবির কবিতা লেখা হবে বন্ধ। সমস্ত প্রকৃতি বিভৎস হয়ে যাবে আকাশ থেকে ঝড়বে অবিরত অভিশাপ বাতাস হবে দারুণ বিষাক্ত আর নিশ্বাসে প্রশ্বাসে শরীরের ওঠানামা হবে বন্ধ ।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.