উইপোকা লেগেছে ঘরে
মাটির খোলস ভেঙে প্রতিদিন
উঁকি দেয় হাজার মাথা
কেটেখুঁটে খায় ধূসর পলিমাটি।
অস্থির যন্ত্রণায় ফুঁসে ওঠে হৃদয় ফেরাতে পারিনা।
কবে কোন ফেরারি পাখির ঠোঁটে ফুঁটেছিল তার ডিম্বক
সে খবর কেউ রাখেনি।
আজ তাই মেলিয়াছে ডানা উড়ালের নেশায় মাতাল ঘরময় ছুটোছুটি,
ফেরাতে পারিনা তারে।
কানে বাজে বিরতিহীন ভোঁ ভোঁ কাঁন্নার আওয়াজ!
যে মাটির সোঁদা গন্ধ হৃদয় উজ্জীবিত করে
একদিন দিয়েছিলো সুখ -শান্তির ঠিকানা সে মাটির ভাঁজে ভাঁজে
আজ শুধু উইপোকার ঢিবি!
রক্তের দোষিত কণায় ভাসমান ভিটেমাটি,
আসমুদ্র হিমাচল।
বেদনা বিদগ্ধ জীবন অস্থির যন্ত্রণায়
পলে পলে নিঃশেষ ; তরপাই বিষে!
বাঁচার আশায় যতোই সরাতে চাই
যতোই করি খামিঝুমি ততোই নড়েচড়ে ওঠে লাল নীল ধূসর উইপোকা!
রক্তে ভরে যায় সবুজ ঘাসের জমিন।
সোনাপুর, দুবাই
সংযুক্ত আরব আমিরাত