রেজিনা ইসলাম

সেদিনও তোমার চোখের জোয়ারে
পূর্ণিমার চাঁদ বিস্ফোরিত হত ---
ঠোঁটের মাদকতায় ভেসে যেত
অজস্র জোনাকীর পেলবতা ,
হৃদ বাগানে চাষ হত----
অসংখ্য খুনসুটির ভালবাসার চারা
আর ,আবেগের প্রজাপতি হয়ে --
আমি ঘুরপাক খেতাম।

আজ , অমাবস্যার কাঁটাতারে আবদ্ধ চারিদিক
বিষাদের টুকরো গুলো ----
পাথরের স্তম্ভ হয়ে আছে।
বিহঙ্গ ভালবাসারা ----
শীত নিদ্রার পত্রাবলীতে নিমগ্ন ,
শূন্যতার গ্রীলে আবদ্ধ হৃদ্যতার চলাফেরা --
আর ,ঝলসানো ভালবাসার ফ্রেমে --
আমি বন্দী হয়ে আছি।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.